১. মাধ্যম: জলরং
২. সাইজ ১৪”×২২” (হাফ শির্ট পেপার)
৩. ছবিতে নিজের স্বাক্ষর থাকতে হবে।
৫. অংশগ্রহণকারী শিল্পীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
৬. সকল কিছু একসাথে ই-মেইল এর মাধ্যমে জমা দিতে হবে।
৭. ডিজিটাল ছবিতে কোন রকম এডিট করা যাবে না। ডিজিটাল ছবির সাথে মূল শিল্পকর্মটি অমিল খুঁজে পাওয়া গেলে তা পরবর্তীতে কর্তৃপক্ষ কর্তৃক বাতিল করা হবে।
৯. প্রাথমিক নির্বাচনের জন্য আবেদনকারীর নিজের আঁকা ছবি নির্ধারিত সময়ের পূর্বে ই-মেইল এর মাধ্যেমে জমা দিবে। (ওয়াটারমার্ক বা সীমানা অনুমোদিত নয়)
১. আঁকা ছবি,
২. শিল্পীর নিজের পাসপোর্ট সাইজ ছবি,
৩. চিত্র কর্মের বর্ণনা (শিল্পীর নাম, শিল্পকর্মে শিরোনাম, মাধ্যম, আঁকার সময় কাল)
৪. শিল্পীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।
E-Mail: rongergaari2017@gmail.com
২৭ আক্টোবর ২০২২ নির্বাচিত শিল্পীর নাম প্রকাশ করা হবে।
সিলেকশন এরপর হতে ৭ দিনের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে।
রেজিষ্ট্রেশন ফি ১০০০/- + বিকাশ ফি ২০/- = ১০২০ টাকা
বিকাশ: ০১৭৫০৪৮৮৫০৮
নগদ: ০১৭৫০৪৮৮৫০৮
জলরং দিয়ে আঁকা চিত্রকর্ম সিলেকশন এরপর হতে ৭ দিনের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে,
পেইন্টিং এর বাহিরে ফ্রেমের মধ্যে ৩ ইঞ্জি সাদা পিপিসি বর্ডার থাকতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে মূল ছবির ফ্রেমের পেছনে নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা এবং ফোন নম্বর সঠিকভাবে লিখতে হবে।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে সেরা কয়েকজনকে রঙের গাড়ির পক্ষ থেকে ১,০০,০০০ টাকা পুরস্কৃত করা হবে।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে যাদের শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হবে তারা এন্ট্রি ফি ১০০০/- টাকা জমা দিতে হবে।
১.
ফলাফল প্রকাশের পর শিল্পীদের নিবন্ধন প্রক্রিয়া, ফি এবং সময়সীমা সম্পর্কে অবহিত করা হবে। যদি কোন নির্বাচিত শিল্পী রেজিস্ট্রেশনের সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হন তাহলে তার শিল্পকর্ম অযোগ্য বলে গন্য করা হবে এবং অপেক্ষমান তালিকা অগ্রাধিকার দেয়া হবে।
২.বিচারক ও কিউরেটররা যেকোন নির্বাচিত শিল্পকর্ম পরিবর্তন করার অধিকার রাখে।
৩. আবেদনকারীর অবশ্যই তার কাজের প্রকৃত শিল্পী হতে হবে। কপিকৃত কাজ কখনো গ্রহনযোগ্য নয়।
রঙের গাড়ি যেকোনো সময় শর্তাবলী সংশোধন কিংবা বাতিল করার অধিকার রাখে।
৪.নিবন্ধিত শিল্পকর্ম বাতিলযোগ্য নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন